ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০১৪ (বাসস) : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের যে কোনো খবর তাৎক্ষণিকভাবে পেতে রেডিওর বিকল্প নেই। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও এর গুরুত্ব রয়েছে।
বেতার দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে শাহবাগস্থ জাতীয় বেতার ভবনে আয়োজিত এক র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মানুষ এখন অনেক সচেতন। কারণ তারা দেশের যে কোন ঘটনা তৎক্ষণিকভাবে জানতে পারে। আর দেশের ৬৫ শতাংশ মানুষ বেতারের মাধ্যমে খবর জানতে পারছে। ক্রমান্বয়ে একে সবার কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। তিনি দেশবাসীকে বেতার শুনার আহ্বান জানান । ইনু বলেন, তথ্যপ্রযুক্তিতে নারীর অংশগ্রহণ আরো বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। র্যালিটি বেতার ভবন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ভবন হয়ে আবার বেতার ভবনে গিয়ে শেষ হয়। এতে কমিউনিটি রেডিও, বাংলাদেশ বেতার ও এফএম রেডিওগুলোর কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, তথ্যসচিব মরতুজা আহমেদ ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক আকতার উদ্দিন আহমেদ। |
|