ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : এ এইচ মাহমুদ আলী মন্ত্রী ও নজরুল ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে বর্তমান মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ দুপুর ১২টা ৫ মিনিটে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এ এম এ মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বস্ত্র ও পাটমন্ত্রী এমাজ উদ্দিন প্রমাণিক ও চীফ হুইপ আ স ম ফিরোজ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রীসহ শপথ গ্রহণ করেন।
পেশাদার কূটনীতিক এ এইচ মাহমুদ আলী দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ছিলেন।
নজরুল ইসলাম দশম জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।