কানাডার এডমন্টন সিটির জিওভানী কাবোটো পার্ক মাঠে ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশিদের অংশগ্রহণে এক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশন (এমজেএমএফ) আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টা ও এমজেএমএফ দলগতভাবে অংশ নেয়। টান টান উত্তেজনাপূর্ণ এ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ প্রেসক্লাব বিজয়ী হয়। প্রেসক্লাব প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ১৪০ রান করে। জবাবে এমজেএমএফ ১৫ ওভারে ১১৬ রান করে। বিজয়ী বাংলাদেশ প্রেসক্লাব চ্যাম্পিয়নশিপ ট্রফি ও এমজেএমএফ রানার আপ ট্রফি পায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাংলাদেশ প্রেসক্লাবের রাকিবুল হাসান আদনান। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার জাহিদ। তিনি প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফিও তুলে দেন।
খেলাচলাকালে কানাডার টরন্টোতে সফল কনসার্ট করে দর্শক মাতানো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ, সাফিন আহমেদ, ইকবাল আসিফ জুয়েল ও সাঈদ জিয়াউর রহমান তুর্য, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ফারুক আহমেদ ও ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান মাঠে আসেন। তারা কিছু সময় খেলা দেখেন। খেলা শেষে খেলোয়াড়দের সঙ্গে তারা মতবিনিময় ও ছবি সেশনে অংশ নেন। এসএইচএস প্রোডাকশনের পরিচালক সৈয়দ হালিম শাহের আমন্ত্রণে মাইলসের শিল্পীরা এডমন্টনে কনসার্ট করার জন্য এসেছেন।
বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টা দলের পক্ষে খেলোয়াড় হিসেবে অংশ নেয় খাদেমুল ইসলাম (দল প্রধান), মু ইয়াসিন রাজিব, আদনান কামাল, সুশেন দাশ, রাকিবুল হাসান আদনান, মু হাসানুজ্জামান, রায়হান আনসারী, মাসুদ ভূঁইয়া, রাশেদুল চৌধুরী, ও কাউসার খন্দকার।
মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশন দলে খেলোয়াড় হিসেবে অংশ নেয় আহসান উল্লাহ (দল প্রধান), তানভীর হাসান, সাইফুদ্দিন খালেদ, সাইফুর হাসান, আবরারুল মান্নান শান, খায়রুল রবিন, আহাদ, রনি, নিগার খান, সাব্রী, আনাম ।