ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : আগামী ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৯৮টি উপজেলায় ৬ হাজার ৯শ’ ৯৫টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে আজ জানা যায়, ৬ হাজার ৯শ’ ৯৫টি ভোট কেন্দ্রে মোট ৪৩ হাজার ২শ’ ৯০টি ভোট কক্ষ থাকবে। ৯৮টি উপজেলায় মোট ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার একশ’ ৭২ জন ভোটার ভোট প্রদান করবে। এরমধ্যে ৮১ লাখ ৯১ হাজার ৫শ’ ৩৭জন পুরুষ ও ৮২ লাখ ৮৬ হাজার ৬শ’ ৩৫ জন নারী ভোটার রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে বাসসকে আরো জানায়, আজ প্রথম ধাপে ৯৮ উপজেলায় নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের পর আগামীকাল চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রার্থীরা তাদের নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে আজ বাসসকে আরো জানায়, আগামী ২৭ ফেব্র“য়ারি দ্বিতীয় দফায় ১শ’ ১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে আগামী মে মাসের মধ্যে ৪৮৭টি উপজেলায় নির্বাচন সম্পন্ন করা হবে। এরমধ্যে তৃতীয় দফায় ৭৪টি, ৪র্থ দফায় ৭২টি ৫ম দফায় ৬৫টি এবং ৬ষ্ঠ দফায় ৫৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ৫ জন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রতি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে নির্বাচন কমিশন অফিস জানিয়েছে।
উল্লেখ্য, উপজেলা নির্বাচন গঠিত হওয়ার পর এবারই প্রথম কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০৯ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন এবং ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচন এবং ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন এক সাথে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে নির্বাচন কমিশন সূত্র বাসসকে জানিয়েছে।