বাংলাদেশ হেরিটেজ এবং এথনিক সোসাইটি অব আলবার্টার ( BHESA ) পক্ষ থেকে সকলের দৃষ্টি আকর্ষন
অনুষ্ঠানমালা এডমন্টন এর ম্যাকুইন বিশ্ববিদ্যালয় ( ডাউনটাউন ক্যাম্পাস ) এর রবিন্স স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে.
রুম # ৯-২০১.
১০৯১০ ১০৪ এভিনিউ,
এডমন্টন , আলবার্টা
যখন : শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০১৪
সময়: বিকেল ৫:ঃ০০ টা-৮ঃ০০
কোথায়: রবিন্স স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র, গ্রান্ট ম্যাকুইন বিশ্ববিদ্যালয় ( ডাউনটাউন ক্যাম্পাস )
এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর অফিস প্রাঙ্গনে শহীদ স্মৃতিস্তম্ভ- স্থাপন করা হবে।
যা সকাল ১০ঃ৩০ থেকে বিকেল ৫টা অবধি সবার জন্য উন্মুক্ত থাকবে.
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুকিশোরদের জন্য সংক্ষিপ্ত রচনা পাঠের ব্যবস্থা নেয়া হয়েছে। এক-দেড় পৃষ্ঠার এ নিখনীতে মাতৃভাষা দিবসের উপর গুরুত্বারূপ করে লিখলে ভাল হয়। যা অনুষ্ঠানে পাঠ করতে হবে।
এ বিষয়ে অভিবাবকদের সহযোগিতা কাম্য।
সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানানো হচ্ছে।
উত্তর দিতে : কল করুন : (৭৮০) ২০০-৩৫৯২ ( দেলোয়ার ), (৭৮০)909-9910 ( হাসান ) ও ( ৭৮০) ৭০৯- ৭৩৩৭ (আহসান)