কানাডার সন্মানিত প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, পিসি, এমপি একুশ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার কাছে প্রেরিত এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।এ দিবসটি উদযাপনে সোসাইটির ভুমিকায় ব্যক্তিগতভাবে তিনি উষ্ণ আনন্দ প্রকাশ করেছেন।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন ১৯৯৯ সালে ইউনেস্কো প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে, যা একটা বহুভাষাবাদ এবং বহুসংস্কৃতি প্রচারের উপলক্ষ।আমাদের অসাধারণ ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারনে এ দিবসটি উদযাপন কানাডার জন্য বিশেষ তাৎপর্য্যপূর্ণ।
এছাড়াও আমাদের দুটি দাপ্তরিক ভাষা এবং প্রথম জাতিসমূহ ও লাখ লাখ কানাডীয়ান গর্বিতভাবে দেশীয় ভাষা তাদের বাড়ী ও কমিউনিটিতে সংরক্ষণ করে। আমি কানাডায় বাংলাদেশকমিউনিটির ২১শে ফেব্রুয়ারী ছাড়াও ৪৩ তম স্বাধীনতা বার্ষিকী পালন উপলক্ষ্যে আপনাদের সাথে যোগ দিয়ে বাংলাদেশের ইতিহাস এবং কানাডায় বহুজাতিক সমাজে আপনাদের অনবদ্য অবদানের জন্য কানাডা সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশ হেরিটেজ এন্ডএথনিকসোসাইটি অব আলবার্টা’র সভাপতি দেলোয়ার জাহিদের কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সালাছ ক্যারোলিন এ বার্তাটি প্রেরন করেন। এছাড়াও আলবার্টাপ্রদেশের প্রিমিয়ার এলিসন রেডফোর্ড কিউসি, স্পীকার জেনে জুঝডেস্কী, কালচারাল মিনিষ্টার হেদার ক্লিমচুক, সহযোগী মন্ত্রী নরেশ বারদওয়াজ, সোহেল কাদরী এম, এল, এ এবং ইউনিভার্সিটি অব ম্যাকুইনের প্রেসিডেন্ট ডেভিড ডব্লিউ এটকিনশন দিবসটির উপর গুরুত্বারূপ করে বার্তা পাঠিয়েছেন।
কানাডার ইউনিভার্সিটি অব ম্যাকুইনে বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি অব আলবার্টা'র পক্ষ থেকে গত ৩১শে জানুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেরিটেজ ২১শে পদক প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহীর অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন, প্রফেসর ডঃ নূরুল ইসলাম (শিক্ষা ক্ষেত্রে), ডঃ হাফিজুর রহমান (কমিউনিটি সার্ভিস), সহিদ হাসান (কমিউনিটি সার্ভিস ও সাংগঠনিক), তাজুল আলী (কমিউনিটি সার্ভিস), স্বেচ্ছাসবী মুহাম্মদ ইসমাইল (কমিউনিটি সার্ভিস) এ পদক পাবেন ।২১ ফেব্রোয়ারী সন্ধ্যায় ইউনিভার্সিটি অব ম্যাকুইনে আনুষ্ঠানিক ভাবে তাদের পদক দেয়া হবে।
ইউনিভার্সিটি অব ম্যাকুইনে শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে দিবসের কর্মসূচী শুরু হবে। এবার বাংলাদেশকমিউনিটিতে ব্যাপক প্রান চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ষ্টুডেন্ট এসোসিয়েশন সহ দেশী বিদেশী সংগঠন কানাডায় ২১শে ফেব্রোয়ারী উদযাপন উপলক্ষে কর্মসূচী হাতে নিয়েছে।